অন্ধ জানে লাঠির কথা
লেঠেল বোঝে না লাঠি
ক্ষমতা দেখিয়ে দম্ভ করে
এটাই সত্যি খাঁটি।


লাঠি যদি সঙ্গে থাকে
পাবে না কোনো ভয়
লাঠিকে যদি বন্ধু ভাবো
করবে বিপদ জয়।


লেঠেলরা সব লাঠি দিয়ে
মানুষ করে খুন
লাঠি হল অন্ধের যষ্টি
হৃদয়ে ধরবে ঘুণ!


লাঠি নিয়ে অন্ধ চলে
পথেও হয় না ভুল
ভুলের মাসুল লেঠেল দেবে
থাকলেই মশগুল।


ছোট্ট জীবন, হিংসা ভুলে
রাখো হাতে হাত
লাঠি হল রক্ষা কবজ
করবেই বাজিমাত।


        ******


রচনাকাল -
২৯ জানুয়ারী ২০২৪