লিমেরিক – ২০
*************


কদম ফুল হাসছে দেখো বৃষ্টি ছোঁয়া পেয়ে
টাপুর টুপুর ছন্দ তালে আকাশ গেছে ছেয়ে
সবুজ বনানী উল্লাসে হাসে
বৃষ্টি ঝরে শ্রাবণ মাসে
খুশিতে কৃষক লাঙল কাঁধে চলেছে গান গেয়ে।


     ******



লিমেরিক – ২১
************


ইচ্ছে হল ময়ূর সেজে নাচবে নাকি কাক
কাকের কথা শুনে ময়ূরের পড়ল মাথায় টাক
কোকিল ভাবে গাছের ডালে
দেশটা গেল কী রসাতলে
কাক যদি ময়ূর সাজে দেশের ময়ূর হবে ফাঁক!


      *****


রচনাকাল - ১৫/০৭/২০২০