সুখের পৃথিবী এসেছে ফিরে
মানুষ পেয়েছে শান্তি
মাটির বিছানায় ঘুমিয়েও সুখ
আসুক যতোই ক্লান্তি।


গদির বিছানায় শুলেই রোগ
মাটির বিছানা চাই
সুখী মানুষও খুঁজছে মাটি
বহুতলে কোথায় পাই?


মাটির গন্ধ শুকেই দেখো
পাবে মুক্তির স্বাদ
দূষণ বাতাসে দমও বন্ধ
সামনে মরণ খাদ।


মুক্ত বাতাস সুস্থ পৃথিবী
তবুও খুঁজি মাটি
প্রাণ ভরে নাও মাটির গন্ধ
মাটিটাই হল খাঁটি।


হৃদয় আসনে বিরাজ করে
সুখী পৃথিবীর মুখ
বাউলের গান শিশুদের হাসি
মানুষ ভুলেছে ভুখ।


      ******


রচনাকাল  - ০৫|০৭|২০২২