মহালয়ার পুণ্য প্রভাতে
করি গঙ্গা স্নান
পিতৃপুরুষের জন্যে করি তর্পণ
শুনি মহালয়ার গান।


বছরের ঐ একটি দিনই
সবাই যে হই ব্যাকুল
মা দূর্গার আগমনী বার্তায়
হৃদয় যে হয় আকুল।


পিতৃ পক্ষের অবসান শেষে
আবাহন করি মাকে
তিনিই হলেন বিশ্ব জননী
সন্তানদের রাখেন বুকে।


দিগন্ত জুড়েই কাশের দোলা
শিউলি নীরবে ঝরে
আকাশে বাতাসে আগমনী গান
বাজে ঘরে ঘরে।


শিশির ভেজা ভোর বাতাসে
শুনি মায়ের পদধ্বনি
মায়ের কৃপায় সবার মঙ্গল
তিনিই নয়ন মনি।


    ******