কিছু শব্দ ভাঙাচোরা বুকের ভিতরে কথা বলে
অভুক্ত আকাশ শামিয়ানা টাঙিয়ে বসে
দেবতা আসার কথা ছিল -
মাটির দেবতা এসেছে উলঙ্গ হয়ে।


যারা ফুটপাতে শুয়ে থাকে তাদের অচ্ছুৎ ভাবে লোকে
কতো নগ্ন জীবন হারিয়ে যায় অলীক আঁধারে
শুকতারার আলোয় আলোকিত হয় ছোট্ট ফুটপাতের আস্তানা।


খাবার নেই সভ্য মানুষের দেশে
আগমনী গান, ঢাকার শব্দে মুখোরিত হবে সারা ভুবন
দেবতা বাস করে স্বর্গে
মাটির দেবতার খবর কে রাখে?


পাখির কলতানে জেগে ওঠে ভোর
কাশফুল ঢেউ খেলে যায় দিগন্তের সীমানায়
ফুটপাতের জীবন প্রদীপ শিখার আলোর মতো টিমটিম করে জ্বলে।


            ******


রচনাকাল  -
৪ অক্টোবর ২০২৩