চরকায় ঘানি টানছে মানুষ -
মধ্যবিত্ত জীবনের উপসংহার নেই
আমৃত্যু ঘানি টানতে টানতে দিশাহারা।


চরকায় সুতো কাটার দিন শেষ
তবুও অদৃষ্ট পিছু ছাড়ে নি আজও
অন্ধকার গুহার মধ্যে হাতড়ে বেড়াচ্ছে মানুষের কঙ্কাল।


সভ্যতার রঙ ফিকে হয়ে যায় ক্রমশ
বিবর্ণ রোদ্দুরে শুয়ে আছে ইতিহাসের শব
স্মৃতির পাতায় স্বপ্ন খেলা করে চিরকাল।


চরকা ঘুরছে, ঘুরেই চলেছে...
মধ্যবিত্ত সুখ অলীক অভিধানে লেখা থাকে
মরমী বাঁশির করুণ সুর কখনও থামে না, থামবেও না।


           *******


রচনাকাল
২২ জানুয়ারী ২০২৪