সময়কে ছুঁয়ে দেখে অতীত
বিনোদনের সম্রাট মহানায়ক
ঐ হাসিতে হারিয়ে যায় আপামর জনসাধারণ  -
মহাকাব্যের মহানায়ক আজও হয়নি অতীত।


হৃদয় গভীরে ডুব দিয়ে দেখো ঐ মন ভোলানো হাসি
চলচ্চিত্রের মহানায়কের মহা প্রস্থান
লক্ষ কোটি বাঙালির চোখের জলে বিদায়
শ্রাবণের ধারায় ভেসে যায় হৃদয়ের মানস পুত্র।


নায়ক থেকে মহানায়ক হওয়ার গল্প সব্বাই আজ জেনেছে
তাঁর হৃদয়ের ক্ষরণটা কেউ জানে না ...
অস্তমিত সূর্যের আলোয় আলোকিত হয় এক অলিখিত জীবন।


দেখতে দেখতে কেটে গেল বিয়াল্লিশটা বছর -
আজও হৃদয় অলিন্দে কোজাগরী চাঁদের মতো জ্বলজ্বল করছে
ভোলে নি, কেউ কখনও ভুলবে না মহাকাব্যের মহানায়ককে।


         ******


রচনাকাল  - ২৪|০৭|২০২২