মুঠো মুঠো রোদ্দুর ছড়িয়ে পড়ছে প্রকৃতির বুকে
হিমেল বাতাসে লেগেছে শীতের কাঁপন –
কুয়াশার আস্তরণ ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে সূর্যের আভা।


আজও খোলা আকাশের নীচে বাস করে অসংখ্য মানুষ
যাদের শীত পোশাক নেই বললেই চলে
ছেঁড়া বাতিল পোষাক তাদের শরীরে শোভা পায়।


সবুজ মাঠ হয়ে উঠেছে সোনালী ধানের ঘরকন্না
অভুক্ত মানুষের পেটে দু'মুঠো অন্ন সংস্থান হয় এই সময়ে
মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কারের মত খুশিতে ভরে ওঠে সব্বার হৃদয়।


রাত নামে, জাঁকিয়ে ঠাণ্ডার অনুভূতি উপভোগ করে ধনীরা
গরীবের কষ্টটা বেড়ে যায় অনেকখানি এই কনকনে শীতে
গুটিসুটি মেরে শুয়ে থাকে ব্রিজ, রেল কলোনি কিংবা বস্তিতে...


দিনের আলো থাকলেও রাতের অন্ধকারটা ভীষণ কষ্ট দেয়
কখনো বা চাঁদ তারাদের সাথে গল্প করতে করতে ভোর হয়
সভ্যতা সৃষ্টি হয় আবার ধ্বংসও, অসহায় জীবনও বহমান নদীর মতই চলে।


     ********


রচনাকাল – ১৫/১২/২০২১