বাতাসে এখন বারুদ গন্ধ নেই -
তবুও বাতাস যেন ফিসফিস কথা কয়
জীবন থেকে হারিয়ে যাচ্ছে সুখের রোদ্দুর
অচেনার ভীড়ে রঙিন বসন্ত ক্রমশ ফিকে হয়ে যায়।


আগুনের উত্তাপে পোড়ে না শরীর
আঘাতে আঘাতে জর্জরিত মানুষের যৌবনের দিন
তবুও পাঁজরের খাঁজে খাঁজে কীটের দল
বাঁচার রসদ নেই, বেঁচে থাকার অঙ্গীকার আছে।


মাকড়সার জালে আটকে গেছে জীবনের স্রোত
হাঁটু মুড়ে বসে আছি অনন্তকাল -
জাল ক্রমশ ঘন থেকে ঘনতর হচ্ছে
মুক্তির পথ খুঁজছে অসহায় মানুষের আর্তনাদ।


            *****


রচনাকাল -
৫ই মার্চ ২০২৪