চোখের কাজল ধুয়ে নামছে জল
বুকের পাঁজরে লিখছে মরণ ফল!

হৃদয় থেকে হারিয়ে গেছে রঙ
তবুও আমরা করছি কত সঙ!

মলিন ক্যানভাস আজও করে ছলছল!

        *****