কবিতা  -  মানব ধর্ম
*****************


পুবের আকাশ লাল হয়েছে
উঠবে সূর্য্যি মামা
জেগে উঠেই সূর্য্যি প্রণাম
পরবে শিশুরা জামা।


ভালো অভ্যাস জীবন গড়ে
মা বাবা কয়
সত্য পথে চললে জেনো
কাউকে পাবেনা ভয়।


বাবা মাকে প্রণাম করে
দিনটা করো শুরু
ওরাই হলো প্রকৃত ঈশ্বর
ওরাই শিক্ষা গুরু।


নিয়ম মেনে করলে পড়া
হবে সবাই ভালো
পড়াশোনায় মন না দিলে
জীবন আঁধার কালো।


বাবা মাকে সেবা করে
দেখাবে মানব ধর্ম
মানুষের মতো মানুষ হবে
এটাই আসল কর্ম।


      *******
রচনাকাল  -  ১৬|০৫|২০২০



***********************
   কবিতা  -  খেলাই শিশুদের প্রাণ
***********************


খেলার মাঠে খেলছে শিশু
দুলছে যতো দোলনা
উঠোন জুড়ে ছড়িয়ে আছে
ছোট্ট শিশুর খেলনা।


খেলার মাঠ নিও না কেড়ে
খেলাই শিশুদের প্রাণ
খোলা আকাশ মুক্ত বাতাস
করো তোমরা দান।


জমি দালাল ফন্দি আঁটে
মাঠটা করবে গ্রাস
ওরাই হলো সভ্য দেশের
ভদ্র পোশাকে ত্রাস।


হারিয়ে যাচ্ছে খেলার মাঠ
শিশুদের খেলা বন্ধ
জানালা দিয়ে আকাশ দেখে
আমরা সত্যি অন্ধ।


খেলার মাঠ বাঁচাও সবাই
কেড়ো না শিশুদের খেলা
হাসুক খেলুক ছুটুক সবাই
মাঠটা খুশির ভেলা।


       ******
রচনাকাল  -  ১৬|০৫|২০২০