জমছে জল মাঠে ঘাটে মনের কোণে মেঘ
হিমেল বাতাস ফিরবে নাকি প্রকৃতি ধরেছে জেদ!


বসন্ত বাতাসে দিয়েছে থাবা দুষ্টু ঘূর্ণাবর্ত
বলছে প্রকৃতি ডেকে ডেকে দিয়েছি কী কোন শর্ত!


গ্রাম শহরে নেমেছে বৃষ্টি থমকে দখিনা হাওয়া
শিমুল পলাশ নিথর ভেজে মানুষ ভুলেছে খাওয়া!


আকাশ জুড়ে মেঘের ভেলা বাঁচা ভীষণ দায়
জীবন যেন দুঃখ সাগর অভাব গিলে খায়!


মুখে আছে অপার হাসি সব্বাই যেন সুখী
মেঘ বৃষ্টির লীলা খেলায় সত্যিই মোরা দুখী!


            *****