পিছন ফিরে তাকিয়ে দেখো
নেই দাঁড়িয়ে কেউ
ভয় পেয়ো না আছে একজন
লাগুক যতই ঢেউ।


সুখের দুয়ারে জোনাকি আলো
জ্বলে মিটিমিটি করে
নতজানু হয়ে ডাকছে মানুষ
কান্না মোছার তরে।


দুঃখ কুড়িয়ে স্বপ্ন লিখেছি
মায়ের দু'চোখে জল
প্রদীপের শিখা আজীবন জ্বলে
পাবে নিশ্চয় ফল।


হৃদয় জুড়ে ছড়িয়ে আছে
নদী স্রোতের কষ্ট
ছিন্ন বীণার কাব্য লিখে
জীবন হবে কী নষ্ট!


ঈশ্বর আছেন সদাই পাশে
নেবে না কেড়ে সুখ
মানুষ বড় কাঁদছে আজও
মেটাও ওদের ভুখ।


      *****


রচনাকাল - ১১/১১/২০২১