অভুক্ত রোদ বোবা কথারা
খিলখিল করে হাসে
শিয়রে মরণ জেনে তবুও
দুঃখকে ভালোবাসে।


জীবন বোধ গেছে হারিয়ে
প্রকৃতি নিচ্ছে শোধ
মানুষ কেন আজও শেখেনা
সঠিক মূল্যবোধ!


ওষ্ঠের হাসি হয়েছে বাসি
সুখ নিয়েছে ছুটি
চিতার আগুন নীরবে ডাকে
মানুষ মরলে মাটি।


সারা শরীরে মেখেছো রঙ
দেখোনি সেটাও কালো
হাসির বদলে কান্না কুড়িয়ে
জীবন সাজাবে ভাল?


মূর্খ মানুষ ভাবলে চতুর
গলায় পরলে ফাঁস
নিজের মরণ লিখলে নিজেই
আজনম ক্রীতদাস!


   ****  


রচনাকাল  - ০৩|০৯|২০২১