গাছটি কেটে ছায়া খুঁজি
সভ্য মানুষ সবাই
প্রকৃতির বুকে আঘাত করে
নিজেরাই হবো জবাই।


মুখের হাসি যাবে শুকিয়ে
আর কটা দিন যাক
অকাল মরণ লিখছি সবাই
গাছ কেটে করো ফাঁক?


প্রকৃতির কোলে থাকো শুয়ে
মানুষ নামক শিশু
নইলে সবাই আবার দেখবে
ক্রুশবিদ্ধ যীশু!


প্রকৃতির সাথে সোহাগ করো
পাবে মুক্তির স্বাদ
গাছ বাঁচলে মানুষও বাঁচবে
কুঠারকে দাও বাদ।


হাতের মুঠোয় কান্না ধরে
রাখবে কতকাল
গাছের ছায়ায় বিশ্রাম করে
ভাবছো কী মায়াজাল?


      ******


রচনাকাল -
৩ রা মে ২০২৪