ফসলের মাঠ গিয়েছে ভরে
যেদিকে তাকাও সোনা
সোনালী ধান সুগন্ধ ছড়ায়
হাসতে নেই তো মানা।


কঠিন শ্রমের মূল্য পাবে
আশায় বাঁধছে বুক
গোলাতে ভরবে সোনালী ফসল
হৃদয়ে জাগছে সুখ।


আকাশে আছে অচিন মেঘ
নেই তবুও ভয়
লক্ষ্মী মায়ের কৃপায় সবার
আসবে জেনো জয়।


মাটির বুকে লুকিয়ে আছে
মানুষের রসদ খাদ্য
হাসি কান্নার রোদ্দুর মেখে
নবান্নে বাজাও বাদ্য।


প্রকৃতি হল মানুষের বন্ধু
প্রকৃতি মোছাবে কান্না
গরীবের ঘরে উৎসব হোক
চাই না চুনী পান্না।


      ******


রচনাকাল  - ২০|০৪|২০২২