পাখিদের কলতানে মুখোর হল
আকাশ থেকে মাটি
মুক্তির ডানা মেলছে পাখিরা
ওদের জীবনটাই খাঁটি।


মানুষের রঙ মুখোশে আঁটা
চিনবে কীভাবে আসল
সাদা ধবধবে পোশাকের আড়ালে
দেখবে শুধুই নকল।


ছলনা জানে না পাখির দল
নেই একটুও লোভ
ভন্ড মানুষ মুখোশ পরে
দেখায় কতো না ক্ষোভ!


পাখির মতো শিশুরা সরল
নেই হিংসা ও দ্বেষ
মানুষের মতো মানুষ হলেই
বাঁচবে মোদের দেশ।


মুক্তির স্বাদ পাখিরা জানে
মানুষও চাইছে ডানা
ধূসর মলিন মাটিতে শুয়ে
স্বপ্ন দেখাও মানা!


          ******


১৮ মে  ২০২৩