আকাশ ডুবেছে মেঘের আড়ালে
মানুষের রঙ কালো
শীতের রোদ্দুরে বৃষ্টির ঝাট
কখন আসবে আলো।


ফসলের মাঠ কাঁপছে ভয়ে
জীবন হয়েছে মরু
বিধান দিয়েছে বিধাতা পুরুষ
মানুষ আজও গরু!


আকাশে নেই রামধনু রঙ
স্বপ্ন পুড়ে ছাই
কালো মানুষ কালো রোদ্দুরে
শুধু বলে খাই খাই!


বৃষ্টির ফোঁটা টুপটাপ ঝরে
কুঁড়েতে ঢুকছে জল
অশনি সংকেত লিখছে কপালে
প্রকৃতির একি ছল।


আশার প্রদীপ যাবেই নিভে
তবুও সবাই হাসি
আকাশের মেঘ যাবেই কেটে
জীবন হবে না বাসি।


       ******


১৮ জানুয়ারী ২০২৩