ঘুরছে মাথা ঘুরছে পাখা
শরীরে আসছে ঘাম
ঝোড়ো হাওয়া বইবে কবে
নেই মানুষের দাম।


তপ্ত রোদ্দুরে পুড়ছে মানুষ
মুখে উঠছে রক্ত
শুকিয়ে গেছে শিরা উপশিরা
মানুষ হয়েছে শক্ত।


বসে থাকার নেই তো উপায়
পেতেই হবে কাজ
দুঃখ অভাব ছাড়ে না পিছু
ভুলতে হবে লাজ।


বাড়ছে গরম জ্বলছে শরীর
মাটিও বলে না কথা
শোষণ তোষণ চলছে সদাই
বাড়ছে বুকের ব্যথা।


       ******


১২ মে ২০২৩