কাব্যের উঠোনে ফোটাবো ফুল লিখবো ছন্দ সুর
মাটির স্বর্গ নয় বন্ধ্যা অভিমান করো দূর।


জীবনের রঙ ঝলসানো চাঁদ জীবন অন্ধ কূপ
মধ্য রাতে কে যেন জ্বালে প্রদীপ ধূনো  ধূপ।


সুখের পসরা সাজিয়ে বসে তুমি কোন বিনোদিনী
তোমার সাথে আছি চিরকাল সাহিত্য সাধনার সঙ্গিনী।


পাখির ঠোঁটে ফাগুন রোদ মাটির স্বর্গ খুঁজি
সাহিত্য চর্চা মহৎ কর্ম আছে কী শব্দের পুঁজি?


গীতবিতানের পাতায় পাতায় আছে কবির কাব্য
লিখবো কবে অবেলার গান নাকি শুধুই ভাববো!


              ********


রচনাকাল - ২০/০৩/২০২১