মেয়েদের কী হারিয়ে যাচ্ছে মেয়েবেলা
আঁতুড়ঘর থেকেই শুরু হয় এক অসম লড়াই
এক চিলতে হাসি আজও লেগে থাকে মেয়েদের ঠোঁটের কোণে
মেয়েবেলার শুরু আর শেষটা যেন একই।


জীবনের রঙিন ক্যানভাসে খুশির রোদ্দুর খুঁজে চলেছে মেয়েরা
বিষণ্ণ বিকেল ফিরেও তাকায় না অভাগী মেয়েদের দিকে
চোখ বন্ধ করে শুয়ে আছে অসুস্থ রাত্তির
যেখানে নীরব কান্না সহজেই বুক চিরে বেরিয়ে আসে।


জলপ্রপাতের জলে স্নান করতে করতেই হারিয়ে যায় মেয়েবেলা
জোছনার আলো ক্রমশ নিভে যায় শৈশবের বালুচরে
অক্টোপাসের মত গিলে খায় মেয়েদের বিয়ে পরবর্তী জীবন
নিজস্বতা বলতে কিছুই থাকে না, অস্তিত্ব বিপন্ন হয় অবহেলায়।


যুগ পাল্টে গেছে অনেক, মেয়েরা খুঁজে পেয়েছে প্রতিবাদের ভাষা
মেয়েবেলার কান্না মুছে কখন হয়ে গেছে অপরূপ কাব্য
শিউলি ফুল নীরবে ঝরে যায়, তার সুবাস থাকে অনেকক্ষণ
নারীদের অধিকার লুকিয়ে আছে মেয়েবেলার অলৈকিক ইস্তাহারে।


              ********


রচনাকাল  - ২০|১০|২০২১ (লক্ষ্মী পুজোর রাতে)