বাদল হাওয়া বইছে ধীরে জুড়ায় শরীর প্রাণ
গাছের পাতায় ঝড়ের খেলা প্রকৃতির মহা দান!


শ্রাবণ আকাশ পোড়ায় সবই চোখে ঘুম আসেনা
ভুলেই গেছি বৃষ্টি কথা তপ্ত দহন সহে না !


মনের নদী শুকিয়ে খরায় আকাশে মায়াবী চাঁদ
জনম জনম মানুষ বোকা পাতে কেবলই ফাঁদ!


ঘাসের বুকে ভোরের আকাশ ছোঁয়ায় মিষ্টি হাসি
বাড়ছে বেলা দহন জ্বালায় সুখ হয়েছে বাসি !


মরমিয়া বাঁশি সুর ভুলেছে লাজুক চোখে জল
দহনের গান পুড়ছে হাওয়ায় প্রকৃতি করেছে ছল!


         ******