আস্ত মানুষগুলোকে গিলে খাচ্ছে ময়াল সাপ
দুঃসময়টাকে কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না মানুষ
কেউ কিচ্ছু করতে পারছে না, সব্বাই নির্বাক।


নীরব দর্শকের মত দেখছে কিভাবে গিলে খাচ্ছে জ্যান্ত মানুষকে
সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে কোটি কোটি ময়াল
ওর হাত থেকে বাঁচবার পথ কারুরই জানা নেই।


প্রকৃতি পরিবেশ সবই নাকি বিষাক্ত হয়ে গেছে
বাঁচবার পথই হল মুখে মাক্স আর সতর্ক থাকা –
নইলে মানব জীবনে নেমে আসছে ঘোর অন্ধকারের জগৎ।


ধনী গরীব কাউকেই ছাড় দেয় না বিষাক্ত ময়াল
চোখের নিমেষে হারিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ
বিধাতা পুরুষ সব দেখেও দেখছে না, যেন কিছুই হয় নি।


দিনের আলোতেও আকাশ ঢেকে গেছে নিকষ কালো আঁধারে
জীবনের রঙে ক্রমশ ধূসর গোধূলির ছায়া –
দুঃসময় কাটিয়ে উঠবে কবে মানুষ, জানে না ঈশ্বরও!
  
      ****


রচনাকাল – ২০/০৪/২০২১