মনের জোর হারিয়ে গেছে
হাসি মুখও বন্ধ
মায়ার বাঁধন আর কতকাল
জীবনে জটিল দ্বন্দ!


ভাঙাচোরা মুখে অভিমান ভরা
খুশির উঠোনে আঁধার
একফালি চাঁদ নিরালায় বসে
দেখায় আলোর বাহার!


জোনাকির দল উড়ছে হাওয়ায়
ছড়ায় তাদের আলো
বুকের সাঁকোতে অসহায় মানুষ
বলছে আছি ভালো!


নিরন্ন উপবাসে হাহাকার ওঠে
কেমনে বাঁচবে প্রাণ
আগ্রাসী মন যেন চোরাবালি
কোথায় ঈশ্বরের দান?


অসহায় মানুষ খুঁজছে আলো
স্বপ্নের জালও ছিন্ন
জীবনের রঙ মধুময় হোক
দু’বেলা জুটুক অন্ন!


    ****