কবিতা  -  মেঘ বালিকা
*****************


হাতের মুঠোয় একটা আকাশ
ধরবো মোরা হেসে
দুঃখ ব্যথা ভাসিয়ে দেবো
মেঘ বালিকার দেশে।


সাদা বকের ডানায় আছে
এক আকাশ অভিমান
মেঘ বালিকা বলছে ডেকে
চাই না প্রতিদান।


মেঘ বালিকার হৃদয় জুড়ে
হাজার বৃষ্টি কথা
এই ধরণীর বোঝেনা কেউ
মেঘের গোপন ব্যথা।


যখন তখন বৃষ্টি হলেই
মেঘ বালিকার দোষ
গাছ কেটে করছো ফাঁকা
দেখাও শুধু রোষ!


গাছের বুকে লুকিয়ে আছে
মেঘ বালিকার সুখ
গাছ লাগিয়ে প্রাণ বাঁচাও
দেখবে হাসি মুখ।


          **********


রচনাকাল  -  ০৩|০৬|২০২০



*********************
        কবিতা  -  বানভাসি
*********************


অকাল বর্ষণে ভেসেছে গ্রাম
ডুবেছে ফসলের জমি
ত্রাণ মেলেনি আজ অবধি
বাঁচাও প্রভু তুমি।


ঝড়ের তাণ্ডবে ক্ষত বিক্ষত
গাছপালা ঘর বাড়ি
ভেসে চলেছি আকুল পাথারে
আসেনি ত্রাণের গাড়ি।


দুঃখ কান্না জানাবো কাকে
কে শুনবে কার কথা
সুখের সময়ে বন্ধু অনেক
লুকাই হৃদয়ে ব্যথা।


কলরব করে বানভাসি লোক
অভুক্ত শিশুর দল
ভাত রুটি পাইনা কিছুই
মেলেনা পানীয় জল।


প্রতি বছরই কেন দুর্দশা
দাওনা উত্তর ঈশ্বর
নীরব তুমি  রইলে চিরকাল
মোদের জীবন নশ্বর!


         *********


রচনাকাল  -  ২৮|০৫|২০২০