গভীর ভাঙন সুখের নীড়ে
পাখির ডানায় রক্ত
মানুষ কেন কাঁপছে ভয়ে
মনটা করো শক্ত।


আহত পাখি আহত মানুষ
শুকায় মুখের হাসি
মেঘে ঢাকা লক্ষ তারা
বলছে এখন আসি।


মরা রোদ্দুর হৃদয় মাঝে
বলব কাকে আর
সবাই যখন ব্যস্ত কাজে
খুলছে মরণ দ্বার।


রঙিন জীবন রঙ হারিয়ে
যেন মরুর মাঠ
সুখের কথা ভুলেই তারা
শিখছে সহজ পাঠ।


শখ আহ্লাদ লুকিয়ে রেখে
ধুলোতে লুটায় মানুষ
আগের জীবন সুখের ছিল
এখন সবাই ফানুস।


   ****