ভাঙা আয়নায় মুখ দেখতে নেই
নষ্ট সম্পর্কগুলো ভাঙা আয়নার মত
পুড়ে যাচ্ছে পরকীয়া প্রেমের গোপন চিঠি
ছাই হয়ে উড়ে যাচ্ছে মেঘের বারান্দায় ...


বিষাদের সুরে ভেঙে যায় মন
অভিলাষী স্বপ্নগুলো কেমন বিভাজন হয়ে যায়
আকাশে ওড়া ঘুড়ির মত কখন যে ভোকাট্টা হবে
ভাবতে ভাবতে নদীর জল শুকিয়ে হয় মরুভূমি!


ভালোবাসার তীব্র টানে ভেসে বেড়ায় দুটো শরীর
অপূর্ব আলিঙ্গনের কোন সীমারেখা নেই
শরীরে জ্বলছে পুরুষতান্ত্রিক অধিকার
ঘুণ ধরে যায় কখন ভালোবাসার উদ্দামতায়!


মনের ভাঙন আয়নায় ভাঙন এক নয়
ভাঙা আয়নাতে কিছুটা হলেও মুখ দেখা যায়
মনের ক্ষরণ শুরু হলে ভালোবাসা ভেঙে ছারখার
বাঁকা চাঁদ ক্রমশ ক্ষীণ হয়ে যায় নীল অন্ধকার!


          ******