ঝর্ণার জল শুকিয়ে গেছে
হয় না টুং টাং শব্দ
জ্যৈষ্ঠ দহনে পুড়ছে মানুষ
এবার সবাই জব্দ।


গাছের পাতা নড়ে না আর
নিঃশ্বাস নিতে কষ্ট
বোবা প্রকৃতি চোখ রাঙাচ্ছে
প্রকৃতি হয়েছে রুষ্ট।


পাখিরা কাঁদছে গাছের ডালে
পুড়ছে শরীর ডানা
সূর্যের তাপে পুড়ছে মানুষ
বাইরে বেরোনো মানা।


দুমুঠো ভাত জোগাড় করতে
বাইরে বেরোতেই হয়
দুঃখ মিছিলে হাঁটতে গিয়ে
শরীর হচ্ছে ক্ষয়।


পাখির কলতান যায় না শোনা
জোনাকির জ্বলে না আলো
মেঘ বালিকা দেয় না দেখা
জীবন আঁধার কালো।


       *****


৭ জুন ২০২৩