বাতাসের শরীরে বৃষ্টির গন্ধ পাবে
মানুষের শরীর জুড়ে শুধুই পচা গন্ধ
প্রকৃতি ভুল করতে পারে না
মানুষের ভুলের শেষ নেই।


বৃষ্টি ফোঁটা গাছের পাতায় টুপটাপ ঝরে পড়ে
অক্ষম মানুষ শুধুই বড়াই করে  -
কাব্যের স্রোতে ভেসে যায় চরাচর
বন্ধ দ্বার খুলেই দেখো, মহাকাল হাসে প্রকৃতির বুকে শুয়ে।


শিশির বিন্দু ঘাসের বুকে সুবাস নিতে চায়
মানুষের ঘ্রাণে প্রকৃতি শুকিয়ে যায়
নতজানু হয়ে স্বীকার করছি দায়
পূর্ণিমা চাঁদ ক্ষয়ে ক্ষয়ে ম্লান হয়।


মহাকালের হাতে সঁপেছো জীবন হ্রদ
ভাসমান লাশ থরে থরে যায় ভেসে
ভেঙে চুরমার নষ্ট কাব্যের উপকূল।


         ******


১৪ আগস্ট ২০২৩