সাঁঝের বেলায় উঠেছে ঝড়
সাথে নামলো বৃষ্টি
ভিজছে প্রকৃতি ভিজছে মানুষ
এবার হবে সৃষ্টি।


ফসলের মাঠ ফেটে চৌচির
পানীয় জল ও শুখা
তীব্র খরা সব রাজ্যেই
মানুষ থাকবে ভুখা!


ঝড়ে বিধ্বস্ত সোনালী ফসল
কৃষকের হাত মাথায়
মহাজন তার জটিল হিসাব
লিখছে গোপন খাতায়।


পাওয়া গন্ডা নেবেই বুঝে
ছাড়বে না এক টাকা
গরীবের ঘর আঁধারেই থাকে
ভাঁড়ার চিরকাল ফাঁকা।


চোখের জল যায় মিলিয়ে
বৃষ্টি ধারার সাথে
জানলো না কেউ বুঝবে না কেউ
ঘুম আসে না রাতে।


      ******


রচনাকাল  - ০২|০৫|২০২২