নবান্ন ধানের শিসে লেগে আছে পিঠে পুলির সুবাস
গৃহবধূরা ঢেঁকিতে ভাঙছে নতুন চাল
শিউলির দল খেজুর গাছে বেঁধেছে ভাঁড়।


ভোরের আলোতে শিশির স্নাত হচ্ছে সবুজ বনানী
গ্রাম বাংলার অপরূপ শোভায় মোহিত হয় সব্বাই
খেজুর রসের মৌতাত নিচ্ছে গ্রামের মানুষ।


অভাব হয়তো চিরকালীন সঙ্গী তবুও ...
শীতের মিঠে রোদ্দুর হেসে বেড়ায় মাটির কুঁড়ে ঘরে
নলেন গুড়ের সুবাসে আজও বিমোহিত করে সব্বাইকে।


নতুন চালের পিঠে পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে তৈরি হয়
গঙ্গা সাগরের জলে স্নান করে পুণ্য অর্জন করে লক্ষ লক্ষ মানুষ
সারা দেশ থেকে মানুষ আসে এই সাগর সঙ্গমে।


শীতের আমেজে সারা মাস জুড়ে হয় পৌষ পার্বণ উৎসব
মকর সংক্রান্তিতে নানা জায়গায় গ্রামীণ মেলার আয়োজন
শীত আসে শীত যায়, নবান্নের সুগন্ধ নিতে নিতে কেটে যায় সারাটা বছর।


          *********