নাগালের মধ্যে সবকিছুই ছিল
যা চেয়েছি তার চেয়ে ঢের বেশি  -
অচ্ছুৎ সময় ভুলিয়ে দিয়েছে যা কিছু ন্যায্য পাওনা।


বঞ্চিত মানুষের মতো দীর্ঘশ্বাস ছাড়া কিছুই জোটে নি
অবৈধ উচ্ছেদে ভেসে গেছে জীবনের রঙ মশাল
প্রতিদিন নতুন সকালের খোঁজে দিশাহারা মানব জীবন।


মানুষ ভুলতে বসেছে তাদের প্রাপ্য অধিকার
প্রকৃতির বুকে শুয়ে আছে জ্যৈষ্ঠের মন্দ উপাখ্যান
যে উপাখ্যানে পুড়ে যায় মানুষের নীরব অভিমান।


ঘাসফড়িং ভুলে গেছে শিশির ভেজা ঘাসের গন্ধ
সবুজ পুড়ে ছারখার হয়ে যায়  -
ঝলসানো রোদ্দুরে আগুনের হলকায় স্নান করছে অতৃপ্ত মানুষ।


            *******


০৮ জুন ২০২৩