মনের আঙিনায় খুসবু ছড়ায়
   অভিমান করো দূর
স্বপ্ন কাজল দু'চোখ জুড়ে
  ভালবাসায় বাঁধি সুর!

সোহাগের নদী দুকূল ছাপায়
   বাঁধবো সুখের নীড়
শিমুল পলাশে রঙ লেগেছে
  ভ্রমরেরা করে ভিড়!

.   *********