ভাঙা সাঁকো দুলছে হাওয়ায়
জীবন হয়েছে বন্দী
হৃদয় খুঁড়ে বললে তুমি
অনেক করেছ ফন্দি।


ঝড় উঠেছে মন দরিয়ায়
সামাল সামাল রব
উদাসী চাঁদের মরা জোছনায়
ধরবে পড়া সব।


নেতা মন্ত্রী থাকবে বেঁচে
উলুখাগড়ার যায় প্রাণ
সমঝে চলো নইলে বিপদ
ধরবে এসে কান!


আকাশ ভরা সূর্য তারা
কখন লেগেছে গ্রহণ
মানুষ এবার ধরবে গলা
কাকে করবে স্মরণ!


যাকে ডাকলে পাবে মুক্তি
তিনিই হলেন ঈশ্বর
অহংকারে মত্ত মানুষ
তোমরা জেনো নশ্বর।


      ******


২৪ ফেব্রুয়ারি ২০২৩