নষ্ট সম্পর্কগুলো কখনও মন থেকে মোছা যায় না
অবসন্ন সময়ে বড় অস্থির করে তোলে হৃদয়
সাপের ফণার মত ছোবল মারতে থাকে অবিরত।


উদাসীন চোখে ভালোবাসার কাজল ছিল
বুকের উনুনে পুড়ে যায় ভালোবাসার সৌরভ
দমকা হাওয়ায় উড়ে যায় যা কিছু গোপন!


মেঘলা দিন হাতে আছে পুরনো চিঠির গোছা
এক চিলতে রোদ্দুরের খোঁজে শুধুই হাহাকার
পুরনো চিঠিগুলো তাড়িয়ে বেড়ায় অতীত।


মরা চাঁদের আলোয় উৎসব হয় না
সম্পর্কের মধুর সংগীত থমকে যায় নানা অছিলায়
চোখের নীচের কালি ক্রমশ কালো আরও কালো হচ্ছে!


         ********