পুবের জানালায় মরা চাঁদের আলো ঠায় দাঁড়িয়ে
নিভু নিভু চোখে পথ গোনে ভোরের প্রতীক্ষায় –
জন্ম জন্মান্তর অবক্ষয় দেখতে দেখতে আজ বড় ক্লান্ত
বুকের জমানো অভিমানগুলো ক্রমশ হারিয়ে যায়!


সমস্ত শূন্যতার মধ্যে শুধু বেঁচে ঐ মরা চাঁদের আলো
ভাঙা ভাঙা মেঘের অভিমান ছুঁয়ে যায় অলীক বৃষ্টি গন্ধ
বনফুলের সুবাস সবাই সহ্য করতে পারে না ...
তবুও জীবন থেকে মুছে ফেলা যায় না অনেক অপ্রিয় সত্য!


বুকের গভীরে না বলা কথার রঙমশাল –
নিজের প্রতিবিম্বে লেখা আছে অচেনা অজানা কাহিনী
আঁধারের পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছনোর নাম জীবন
পুবের জানালা ক্রমশ গিলে খায় মরা চাঁদের আলো!


অন্ধকারে একা ভাঙাচোরা জীবনের হিসাবে নিয়েই ব্যস্ত
ক্যানভাসে আঁকা রঙিন ছবিতে মলিনতার চিহ্ন স্পষ্ট
আকাশ ছোঁয়ার ইচ্ছে কোনদিনই ছিল না জানি -
তবু কেন বারবার আকাশের স্পর্শ নিতে হাত উপরে ওঠে যায়!


         ********