মরা নদীও হাসতে জানে
প্লাবন শ্রাবণ ধারায়
সুখের জীবন চায় সকলে
হাসিও আছে ধরায়!
বর্ষা মুখর শ্রাবণ দিনে
রিমঝিম সুরে বৃষ্টি
হৃদয়ের নদী ফল্গু ধারায়
কত নতুনের সৃষ্টি!
আকাশে এসেছে বৃষ্টির মেঘ
খুশিতে হৃদয় মাতায়
প্রাণের হদিশ জীবনের গানে
লিখছে পাতায় পাতায়!
আগাম খবর পেয়েছে কৃষক
আকাশে মেঘের ভেলা
কৃষিকাজ হবে ঠিক সময়ে
খাটবে সারাটা বেলা!
প্রকৃতির যত ময়লা দূষণ
যাবে সবই ধুয়ে
মানুষ কবে সচেতন হবে
এখনো থাকবে শুয়ে!
মরা নদীতে আসবে জোয়ার
মানুষ হও সাবধান
বাঁচার পথ পাবেনা তোমরা
প্রাণ হবে বলিদান!
****