মরীচিকার পিছনে সব্বাই ছুটছে তো ছুটছেই
ভাল মন্দ বিচার করছে আর কজনই বা
হৃদয়ের সরোবরে জমানো সুখগুলো মাঝে মাঝে উঁকি দেয়
সেখানে মরীচিকা নেই, আছে শুধু ভালবাসার রঙমহল!


আকাশের বুকে কালো মেঘের আনাগোনা অহরহ
লোভ লালসার মুক্তি যেন কেউ চায় না কখনও
সব্বাই কিছু পাওয়ার লোভে ব্যস্ত সারাটা জীবন -
মরীচিকার মধ্যে খুঁজে বেড়ায় তাদের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া!


উদভ্রান্ত মানুষ উল্লাস করে রাতের পর রাত
রাত্তির জাগতে জাগতে তারা হারিয়ে যায় মহাকালের স্রোতে
আর একদল মানুষ তারা আস্তাকুড়ে খুঁজে বেড়ায় জীবনের মানে
ধনী গরীবের তফাৎ তখনই প্রকট হয়ে দেখা দেয়!


ধনী মানুষরাই মরীচিকার পিছনে সবচেয়ে বেশী ছোটে
তাদের চাহিদার অন্ত নেই অনন্তকাল ধরে ...
অন্ধকূপে ডুবে মরছে সাধারণ অসহায় গরীব মানুষ
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও মরীচিকা পিছু ছাড়ে না!


        ********