পাতার মর্মর ধ্বনি শুনতে শুনতে ভোর হয়
মায়াবী চাঁদের আলো উপচে পড়ে বেলাভূমিতে
বুকের বন্দর জুড়ে শুধুই মায়াময় রঙিন আলোর খেলা!


রাতের আঁধার ফুঁড়ে উড়ে যায় ক্ষুধার্ত গাঙচিল
প্রেয়সীর বুকের মাংসে ক্রমশ যুবতী নারীর গন্ধ
ঝর্ণার জলের মত শব্দ ওঠে মন যমুনায় ...


অতল সমুদ্রের মাঝে সাঁতার কেটে লাভ নেই
পাবেনা সেখানে কোন বেঁচে থাকার জন্যে লাইফ বোট
জল শুধুই জল, এ এক অনন্ত জলের খেলা ...


শরীরী উপত্যকায় ভালোবাসার খেলা চলে নিরন্তর
ঝাউ বনের সোঁ সোঁ শব্দে হারিয়ে যায় ভালোবাসার শরীর
চোরাবালিতে ভয় জেনেও এগিয়ে চলে দুটি জীবন!


পাতার মর্মর ধ্বনিতে জীবনের গান শোনা যায়
শীতের পরেই গাছে গাছে ভরে যাবে নতুন পাতা
প্রেমিক প্রেমিকা বেঁচে থাকবে আজীবন বসন্তের পথ চেয়ে!


         ********