পথের বুকে কান্না ঝরে
দেখার সজন কই
হৃদয় দুয়ার রাখবে খুলে
এমন আপন নেই!


মাঘের শীতে বৃষ্টি এসে
ভিজিয়ে দিল সব
কবির কলম থমকে গেছে
উঠেছে কান্না রব!


শীত আকাশে মেঘের ভেলা
পুজোর খুশি বন্ধ
হাসি হাসি কচি মুখগুলো
ঈশ্বর তুমি অন্ধ!


শীতের বুকে মারছে ছুরি
দুষ্টু অবাধ্য মেঘ
নীরব দাঁড়িয়ে সারিসারি গাছ
মনেতে জমছে জেদ!


আবীরের রঙ ধূসর মলিন
কোথায় মরমী হাসি
সুজন বন্ধু এমন কোথায়
বলবে তোমাদের ভালোবাসি।


সব পূজোতেই বৃষ্টি দিয়ে
ধন্য রানী বৃষ্টি
গরীবের হাসি নিলে কেড়ে
করবে কেমনে সৃষ্টি!


  *****