শীতের বারান্দায় হাসছে সোনালী ধান
হৃদয়ের উঠোনে মৌতাত নিচ্ছে শীত
গরীবের পাতে মোটা চালের ভাত
কতো দিন পেট ভরে খায় নি।


অভুক্ত আঁধার ধীরে ধীরে কেটে যাচ্ছে
সপ্তর্ষিমন্ডলের আলোয় কবিতা লিখছে কৃষক
ধানের বিছানায় শুয়ে আছে কৃষকের সন্তান।


সোনালী ধান বুকে নিয়ে ওরা ছড়া কাটে
জন্ম জন্মান্তর অভুক্ত -
তবুও মাটির বুক থেকে খুঁজে আনে ফসলের সুগন্ধ।


        ******