মৃত জ্যোৎস্নায় খেলা করে জোনাকির দল
রাত বাড়ছে নীরবে -
বিছানায় ছটফট করছে দারিদ্র্য
পেটে খিদের দাবানল।
পাথর ভাঙার শব্দ শোনা যায়
হৃদয় ভেঙে গেলে কেউ কী শুনতে পায়
মৃত জ্যোৎস্নায় ভাঙনের সুর বাজে
তবুও ভালোবাসা বেঁচে থাকে অবুঝ অন্ধকারে।
আকাশ জুড়ে ঘন কালো মেঘ
ঝড় উঠতে পারে আঁধারের পথ ধরে
ভেঙে যায় স্বপ্ন, ভেঙে যায় সুখের অলঙ্কার
ঝড় হোক বা না হোক ঝড় সামলে মানুষ বেঁচে থাকে।
*******
রচনাকাল -
৩০শে মে ২০২৫