মনুষ্যত্বের কবর থেকে হেঁটে যাচ্ছে মরা লাশ
নীরবতা অনেক কথা বলে  -
হামাগুড়ি দিয়ে চলেছে সভ্য মানুষের দল।


শ্মশান চিতা দাউদাউ করে জ্বলে
প্রবল বৃষ্টিতেও নেভে না সেই চিতা
মৃত্যুর সাথে কোনোদিন আপস হয় না।


তবুও আগুন নিয়ে খেলা করে মানুষ
শরীর জ্বলছে নীল লেলিহান শিখায় -
বেঁচে থাকতে মানুষ বাঁচার মূল্য বোঝেনি।


হিমেল হাওয়ার স্পর্শে শরীরে কাঁপ ধরে যায়  
স্বপ্নের রঙ ক্রমশ ধূসর থেকে আরোও বিবর্ণ হচ্ছে
প্রতিনিয়ত মৃত্যুর উপাখ্যান লিখছে অবুঝ মানুষ।


              ********


১২ জানুয়ারী ২০২৩