ভোটের সময় দেবে কিছু তাই তো কিছু চাই
পেরিয়ে গেলে ভোটের হাওয়া মুখে ছুড়বে ছাই!

জন দরদী মানুষ ওরা মুখে থাকছে হাসি
ভোটে জিতেই মুখোশ খুলে বলছে ওরা আসি!

দুঃখ কথা লিখবো কত আমরা ভীষণ বোকা
ভোট পেরলেই নেতা মন্ত্রী দেবে শুধুই ধোঁকা!

এইতো আছি দিব্যি বেঁচে এইতো আছি বেশ
দু'মুঠো ভাত পাচ্ছি পাতে কষ্টের হোক শেষ!

ভোটটা এলে দু'মুঠো জোটে দেয় দু'বেলা খেতে
ভোট ওদের চাইই চাই দেখছে ওত পেতে!

কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে টহল এই কটাদিন শান্তি
ভোটের কাজে ব্যস্ত সবাই আসছে সবার ক্লান্তি!

নেতা মন্ত্রী বাড়ি বাড়ি করছে ভোট ভিক্ষা
ভোটটা কেটে গেলেই ওরা দেবে মোদের শিক্ষা!

ভোটে জিতে পরছে গলায় বিশাল ফুলের মালা
বিজয় মিছিল যাদের জন্য তারাই কাঁটার জ্বালা!

        ******