শিকল থেকে মুক্ত করো
গাও জীবনের গান
মুক্তির স্বাদ পাবেই পাবে
শান্তিই যে তার নাম।

পরের উপর ভরসা করে
থেকো না তো আর
কঠিন জীবন লড়তে হবে
হোক না যতোই ভার।

চলার পথে থাকবে বাধা
খাদে পড়লেই পতন
সামলে নিয়ে দাঁড়াও উঠে
দেখবে সবাই আপন।

এই দুনিয়া বড়ই নিঠুর
বন্ধু কেউই নয়
শরীরটাকে পণ্য ভাবে
পায় না কোনো ভয়!

বিজয় পতাকা উড়ছে হৃদয়ে
লিখছি জীবন কাব্য
কোথায় আছে সুখের দেশ
চিরকাল কী ভাববো?

       *******

রচনাকাল -
৫ই সেপ্টেম্বর ২০২৪