মানুষের হৃদয় থেকে ক্রমশ মূল্যবোধ হারিয়ে যাচ্ছে
পাখির ডানায় মুক্তি খুঁজছে সব মানুষই -
মধ্যবিত্তের হেঁসেল বড্ড বেশি ছোট্ট হয়ে গেছে।

বিষণ্ণ দুপুরে নিজেদের অজান্তেই মূল্যবোধের মূল্য হারিয়ে ফেলেছে
ফাগুন বাতাস মাটির বুক আঁকড়ে ধরে আছে
কিন্তু প্রাকৃতিক নিয়মে হাওয়া বদল হবেই কখনো গরম কখনো ঠান্ডা।


মরা চাঁদের আলো পেরিয়ে জ্যোৎস্নার স্বাদ পেতে চায় সব্বাই
মুক্ত মানুষ অবক্ষয় বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে -
মূল্যবোধ বাঁচিয়ে রাখতে পারে ক'জন মানুষ।


সূর্যাস্তের শেষ আলোটুকু কবে দেখেছে মানুষ মনে পড়ে কী?
জীবনটাকে উপভোগ করবে বলে মূল্যবোধ বিসর্জন দেয় সব্বাই
ভাঙাচোরা তোবড়ানো মুখটা বড্ড বেমানান লাগছে এই একবিংশ শতাব্দীতেও ...


       *********


রচনাকাল - ২৩/০৪/২০২১