শিশুদের হাসি নিও না কেড়ে
খেলাটা কোরো না বন্ধ
শরীর চর্চা বড় প্রয়োজন
হাসিতে ফিরুক ছন্দ।


শাসন করো সোহাগও করো
ভালোবাসার সাথে আদর
শাসনের মাত্রা গেলেই বেড়ে
হবে একটা বাঁদর!


পড়তে হবে খেলতে হবে
তবেই মনের বিকাশ
শুধুই পড়া শুধুই শান্তি
জানবে সে শিশু ধপাস!


হাসুক খেলুক ছুটুক শিশুরা
পাবে মুক্তির স্বাদ
বুকে জড়িয়ে করবে আদর
পাবে না সোনাতে খাদ!


উড়ছে পাখিরা মুক্ত আকাশে
শিশুদের ভাবো পাখি
জীবনের গান গাইবে ওরা
স্বপ্নের রঙ আঁকি।


        ******


রচনাকাল  - ০৮|১২|২০২১