নারী পুরুষ
নারীর অধিকার
সব সমান?

ক'জন নারী
পায় ন্যায়বিচার
এই সমাজে।

নারী লাঞ্ছিত
বিচারে প্রহসন
দু'চোখে জল।

ধর্ষিতা নারী
সেও হয় জননী
শূন্য হৃদয়।

চোখে আগুন
নারীও দশভুজা
বাজাও শঙ্খ।

     ****

রচনাকাল -
৯ই মার্চ ২০২৪