জীবন প্রদীপ যাবেই নিভে
রইবে সবই পড়ে
কান্নার লোক পাবে না খুঁজে
ঝড়েই যাবে উড়ে।


দু'চোখ ভরে দেখবো আলো
এই পৃথিবী সুন্দর
ছন্দে জীবন কাটবে জানি
হৃদয়টা হল বন্দর।


ধনী গরীব নেই ভেদাভেদ
বসবো পাশাপাশি
অহং দেখিয়ে কী লাভ বলো
হেসেই বলো - আসি।


শিশির ভেজা ভোরের আলো
জীবনে আনে শান্তি
নতুন সূর্য দেখবো আবার
ভুলবো সবাই ক্লান্তি।


       *****


০৭ ফেব্রুয়ারি ২০২৩