মেঘের কিনারে শিশির গন্ধ
শিউলি নীরবে ঝরে
ভাসমান মেঘ গুটিগুটি পায়ে
কলতান শুধু করে।


শীতের সকাল আড়মোড়া ভাঙে
কাঁচাপাকা ধান মাঠে
ঋণের বোঝা কমবে এবার
ফসল বেচবে হাটে।


বাতাসে এখন শীতের আমেজ
রোদ্দুর মনমরা
কৃষকের মুখে উজ্বল হাসি
কাটবে ক্ষুধার খরা।


কুয়াশায় ঢাকা সবুজ বনানী
মাটিতে নেমেছে চাঁদ
গ্রাম্য বঁধূরা প্রদীপ জ্বালিয়ে
জানায় মনের সাধ।


হৃদয় গভীরে গোপন ক্ষত
সবই হবে দূর
নবান্ন উৎসবে মাতবে দেশ
বাঁধছি নতুন সুর।


      ******


রচনাকাল  -
০৬ নভেম্বর ২০২৩